মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর, সবাই পাবে ১০০০০! কত নম্বর থাকলে করা যাবে আবেদন?

শিক্ষার পথে যাতে আর্থিক অনটন বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য রয়েছে একাধিক স্কলারশিপ (Scholarship)। এই বৃত্তিগুলি শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহন করতে সাহায্য করে। স্কলারশিপের নানান ধরণের হয়। যেমন- সম্পূর্ণ বৃত্তি, ভর্তি বৃত্তি, আংশিক বৃত্তি, কৃতিত্ব বৃত্তি প্রভৃতি।

এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, কত নম্বর পেলে পড়ুয়ারা স্কলারশিপ পাবে? কোনও ছাত্র-ছাত্রী যদি ৫০% নম্বর পায় অথবা লেটার মার্কস পায় তাহলে তাঁদের জন্য কী কী বৃত্তি রয়েছে এবং কীভাবে সেগুলোর জন্য আবেদন করা যায়? আজকের প্রতিবেদনে সেই তথ্যগুলিই তুলে ধরা হল।

Government and Private Scholarships Avaiable for Indian Students of Class X and XII

স্কলারশিপ ২০২৩-২৪ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক (Scholarship 2023-23 Secondary-Higher Secondary)

মাধ্যমিক স্তর থেকেই নানান স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে শিক্ষার্থীদের জন্য। এর মধ্যে কিছু সরকারের তরফ থেকে দেওয়া হয়। যার মধ্যে রাজ্য সরকারের ও কেন্দ্রীয় সরকারের ভিন্ন প্রকল্প থাকে। এছাড়াও কিছু প্রাইভেট কোম্পানি বা সংস্থার তরফ থেকে শিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়। নিচে সরকারি ও বেসরকারি দুই ধরণের স্কলারশিপের তালিকা দেওয়া হল যেগুলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেই আবেদন করা যেতে পারে।

আরও পড়ুনঃ ভুল অ্যাকাউন্টে ঢুকছে ট্যাবের টাকা, পরীক্ষার আগে সমস্যার মুখে শিক্ষার্থীরা!

সরকারি স্কলারশিপ (Government Scholarships)

  1. ভারত সরকার।
  2. পশ্চিমবঙ্গ সরকার।
  3. জাতীয় স্কলারশিপ পোর্টাল।

বেসরকারি স্কলারশিপ (Private Scholarships)

  1. বিভিন্ন কর্পোরেট সংস্থা কিংবা প্রাইভেট কোম্পানি।
  2. বিভিন্ন NGO কিংবা দাতব্য সংস্থা।
  3. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুনঃ বিনামূল্যে পরীক্ষা প্রস্তুতি সাথে মিলবে ৩৬০০ টাকা, সময় নষ্ট না করে এখুনি করুন আবেদন

স্কলারশিপ পেতে গেলে কত নম্বর লাগবে? (Eligibility to get Scholarship)

যে সকল পড়ুয়ারা স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাঁদের নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে।

  1. সংশ্লিষ্ট পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হতে হবে।
  2. নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনও নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগ্রহণ করায় ইচ্ছুক হতে হবে।
  3. সংশ্লিষ্ট পড়ুয়াকে স্কলারশিপ পেতে হলে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে। যেমন- একটি নির্দিষ্ট পরীক্ষায় পাশ করা, নির্দিষ্ট নম্বর পাওয়া প্রভৃতি।

এক্ষেত্রে বলে রাখি, কোনও পড়ুয়ার যদি ৬০% নম্বর থাকে তাহলে সে ছোটখাটো বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। তবে ভালো বৃত্তি পেতে হলে ৭৫%-এর বেশি নম্বর থাকা উচিত। লেটার মার্কস তথা ৮০% হলে তো খুবই ভালো।

কীভাবে স্কলারশিপের টাকা পাওয়া যাবে?

আলাদা আল্লাদ স্কলারশিপের ক্ষেত্রে টাকা পাওয়ার পদ্ধতি ও মাধ্যম ভিন্ন হতে পারে। তবে সাধারণত কীভাবে টাকা পাওয়া যাবে তার একটি স্টেপ বাই স্টেপ পদ্ধতি হল নিম্নরুপঃ

  1. স্কলারশিপের জন্য আবেদন করার শেষ দিন সম্পর্কে অবহিত থাকতে হবে।
  2. আবেদন করার জন্য যা যা নথিপত্র লাগবে সেগুলি সংগ্রহ করতে হবে।
  3. আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে।
  4. সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁরা বিভিন্ন সংস্থার অফিস কিংবা ওয়েবসাইটে গিয়ে একবার দেখতে পারেন। প্রসঙ্গত, শিক্ষার্থীদের পড়াশোনায় স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে অনেক পড়ুয়ার সামনে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ খুলে যায়।

1 thought on “মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর, সবাই পাবে ১০০০০! কত নম্বর থাকলে করা যাবে আবেদন?”

Leave a Comment