স্টুডেন্টরা আবেদন করলেই পাবে ১৫০০০টাকা! কিভাবে অ্যাপ্লাই করবেন নতুন এই প্রাইভেট স্কলারশিপে?

পড়াশোনার পথে যাতে বাধা না হয় আর্থিক সমস্যা। দেশের দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে একাধিক বৃত্তির (Scholarship) ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে এগিয়ে এসেছে নানান বেসরকারি সংস্থাও। টাটা, রিল্যায়েন্স সহ একাধিক প্রতিষ্ঠানের তরফ থেকে পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয়। আজ এমনই একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করবো আমরা। সেই বৃত্তির নাম হল জে কে টায়ার শিক্ষা সারথী স্কলারশিপ (JK Tyre Shiksha Sarthi Scholarship)।

JK Tyre Shiksha Sarthi Scholarship

ভারতবর্ষে এমন অনেক পড়ুয়া আছেন যারা আর্থিক অনটনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এমন শিক্ষার্থীদের সুবিধার্থে বহু বেসরকারি সংস্থার তরফ থেকে বৃত্তির (Scholarship) ব্যবস্থা করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে জে কে টায়ারেরও (JK Tyre)। দুঃস্থ-মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তারা শুরু করেছে শিক্ষা সারথী স্কলারশিপ। এর মাধ্যমে নির্বাচিত পড়ুয়াদের বছরে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা অবধি দেওয়া হয়।

ছাত্রছাত্রীদের জন্য নতুন প্রাইভেট স্কলারশিপ, New Scholarship For Students

আবেদনের যোগ্যতা (JK Tyre Scholarship  Eligibility)

  1. স্নাতক স্তরের পড়ুয়ারা শিক্ষা সারথী বৃত্তির (Shiksha Sarthi Scholarship) জন্য আবেদন করতে পারবেন। ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ ইন্টারন্যাশানাল বিজনেস অ্যান্ড ফাইনান্স, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, ব্যাচেলর অফ সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি, ব্যাচেলর অফ স্ট্যাটিকটিকস, ব্যাচেলর অফ ল’ সহ নানান কোর্সে পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে (Scholarship) অ্যাপ্লাই করতে পারবে।
  2. NAAC/AICTE/UGC/Govt শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এমন পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
  3. আবেদনকারীকে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
  4. এই বৃত্তির জন্য কেবলমাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।

আরও পড়ুনঃ শিক্ষার পথে বাধা হবে না অর্থ, পড়ুয়াদের ২ লক্ষ টাকার স্কলারশিপ দিচ্ছে রিল্যায়েন্স ফাউন্ডেশন!

কোন ক্লাসে কত টাকা বৃত্তি দেওয়া হবে (JK Tyre Shiksha Sarthi Scholarship Amount)

শ্রেণি বৃত্তির পরিমাণ
স্নাতক স্তর ১৫,০০০ টাকা
ডিপ্লোমা ১৫,০০০ টাকা
আইটিআই পড়ুয়া ১৫,০০০ টাকা
B.E/B.Tech. (BE/BTech) ২৫,০০০ টাকা
ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ২৫,০০০ টাকা

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের সেমিস্টার! কবে থেকে চালু নতুন নিয়ম? বড় আপডেট দিল বিকাশ ভবন

প্রয়োজনীয় নথিপত্র (Documents required for JK Tyre Shiksha Sarthi Scholarship Application)

  1. আবেদনকারীর পরিচয়পত্র।
  2. আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র।
  3. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
  4. প্রারম্ভিক শিক্ষাবর্ষের শংসাপত্র।
  5. শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার রসিদ।
  6. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

উপরিউক্ত প্রত্যেকটি নথিপত্র JPG কিংবা PNG ফরম্যাটে আবেদন করতে হবে।

আবেদন প্রক্রিয়া (How to Apply for JK Scholarship)

জে কে টায়ার শিক্ষা সারথী স্কলারশিপে আবেদন সদ্য শেষ হয়েছে। আগামী দিনে নতুন করে আবেদন শুরু হলে তা জানানো হবে। এছাড়াও এই বিষয়ে সকল আপডেট পেতে চোখ রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। নিম্নে সেই লিঙ্ক দেওয়া হল।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment