২০,০০০ টাকা পাবে পড়ুয়ারা! দুর্দান্ত এই স্কলারশিপে আজই করুন আবেদন, দেখুন সম্পূর্ণ পদ্ধতি

LTIMindtree Samruddha Scholarship: সময়ের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনার (Education) খরচও বৃদ্ধি পাচ্ছে। বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভর্তি হতে গেলে এখন মোটা টাকা ফি দিতে হয়। অনেক সময় দেখা যায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের বহু মেধাবী পড়ুয়া শুধুমাত্র খরচের কারণে এমন নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছেন না। এই কারণে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার তরফ থেকে চালু করা হয়েছে নানান স্কলারশিপ (Scholarship)। আজকের প্রতিবেদনে এমনই একটি বৃত্তির খোঁজ নিয়ে এসেছি আমরা।

LTIMindtree Samruddha Scholarship

ভারতের অন্যতম বৃহৎ বহুজাতিক তথ্যপ্রযুক্তি পরিষেবা ও পরামর্শকারী সংস্থার হল Larsen & Toubro Infotech Limited. এই সংস্থার তরফ থেকেই LTIMindtree Samruddha স্কলারশিপের ব্যবস্থা করা হএয়ছে। এই বৃত্তির মাধ্যমে পড়ুয়ারা বাৎসরিক ২০,০০০ টাকা অবধি পেতে পারেন।

Student Scholarships

স্কলারশিপে কত টাকা পাবেন পড়ুয়ারা? (LTIMindtree Samruddha Scholarship Amount)

LTIMindtree Samruddha Scholarship-এর জন্য আবেদন করলে নির্বাচিত শিক্ষার্থী সর্বাধিক ২০,০০০ টাকা অবধি পেতে পারেন। অর্থাৎ নির্বাচিত সকল পড়ুয়া বার্ষিক ২০,০০০ টাকা পাবেন এমনটা কিন্তু নয়। তাঁরা এই স্কলারশিপ (Scholarship) থেকে কত টাকা পাবেন তা তাঁদের পূর্ববর্তী পরীক্ষায় প্রাপ্ত নম্বর, পরিবারের বার্ষিক আয়ের মতো কিছু বিষয়ের ওপর নির্ভরশীল। এছাড়া বলে রাখি, এই বৃত্তির জন্য ছাত্রদের থেকে ছাত্রীরা অগ্রাধিকার পেতে থাকেন।

আরও পড়ুনঃ প্রতিবছর ৬০০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ঘোষণায় আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

আবেদনের যোগ্যতা (LTIMindtree Samruddha Scholarship Application Eligibility)

LTIMindtree Samruddha স্কলারশিপে আবেদনের জন্য কী কী যোগ্যতা দরকার তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারী প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরের কোর্সে পাঠরত হতে হবে। ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স, B.E./B.Tech. , ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স বিষয়ের পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
  2. আবেদনকারীকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর পেতে হবে। যে সকল পড়ুয়া ডিপ্লোমার পর এই বৃত্তির জন্য আবেদন করছেন, তাঁদেরও একই নম্বর পেতে হবে।
  3. পড়ুয়ার বার্ষিক আয় ৬ লাখ টাকার কম হতে হবে।
  4. সকল ক্যাটাগরির পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। তবে ৫০% বৃত্তির পরিমাণ ছাত্রীদের জন্য ধার্য করা রয়েছে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for LTIMindtree Samruddha Scholarship Application)

উপরিউক্ত স্কলারশিপে আবেদন করতে গেলে কী কী নথিপত্র লাগবে চলুন দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারী পড়ুয়ার আধার কার্ড।
  2. বাসস্থানের প্রমাণপত্র।
  3. আবেদনকারীর ব্যাঙ্কের পাসবই।
  4. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
  5. দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
  6. ভর্তির রসিদ এবং অ্যাডমিশন ফি।
  7. প্যান কার্ড।
  8. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

আরও পড়ুনঃ দারুণ সুখবর, বেড়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের সময়! দেখুন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট

আবেদনের পদ্ধতি (How to Apply for LTIMindtree Samruddha Scholarship)

LTIMindtree Samruddha স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। নিম্নে সেই প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. আবেদনকারীকে প্রথমে বিদ্যাসারথী ওয়েবসাইটে যেতে হবে।
  2. স্কলারশিপ সেকথা থেকে LTIMindtree Samruddha স্কলারশিপ বিকল্প নির্বাচন করতে হবে।
  3. যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  4. আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  5. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য LTIMindtree Samruddha স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯-০১-২০২৪ তারিখ অবধি তা চলবে। পরবর্তীকালে যদি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয় তাহলে অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের লিঙ্কঃ ক্লিক করুন

Leave a Comment