আবেদন করলেই ১০,০০০! মাধ্যমিকের পর কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে? দেখুন তালিকা

সদ্য শেষ হয়েছে ২০২৪ মাধ্যমিক পরীক্ষা। কয়েকদিনের ছুটি কাটিয়ে একাদশ শ্রেণির পড়া শুরু করে দেবে বহু ছাত্রছাত্রী। সেই সঙ্গেই অনেকে আবার স্কলারশিপ (Madhyamik Pass Scholarship) নিয়ে ভাবনাচিন্তা করতেও শুরু করে দিয়েছে। কোন বৃত্তির জন্য আবেদন করবে? কীভাবে আবেদন করবে? এই নিয়ে রিসার্চ চালু হয়ে গিয়েছে অনেকের।

তুমিও যদি মাধ্যমিকের (Madhyamik Pariksha) পর স্কলারশিপের (Scholarship) জন্য আবেদন করতে চাও, তাহলে কোন কোন বৃত্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয়ে এই প্রতিবেদনে তুলে ধরা হল। পাশাপাশি আবেদন করার আগে ছাত্রছাত্রীদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলির বিষয়েও বিশদে আলোচনা করা হল যাতে পরবর্তীকালে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়।

Private Scholarship for Students who want to do Higher Studies

মাধ্যমিক পাশে আবেদন করুন এই স্কলারশিপগুলিতে! (Madhyamik Pass Scholarship 2024)

মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য কেন্দ্র (Central Government) এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক বৃত্তি চালু করা হয়েছে। শিক্ষার পথে যাতে আর্থিক অনটন বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য এই স্কলারশিপগুলি চালু করা হয়েছে। মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) কয়েকটি জনপ্রিয় বৃত্তি হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship), নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship), ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) প্রভৃতি। অপরদিকে কেন্দ্রের জনপ্রিয় বৃত্তি হল ন্যাশানাল স্কলারশিপ (National Scholarship)।

আরও পড়ুনঃ এবার বছরে দুবার হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! নতুন নিয়ম কেন্দ্রের, এই বছর থেকেই হবে চালু

কবে থেকে আবেদন করা যাবে?

মাধ্যমিক শেষ হতে না হতেই বহু সংস্থার তরফ থেকে স্কলারশিপ দেওয়ার মিথ্যে প্ররোচনা দেওয়া হয়। সেই সঙ্গেই আবেদন ফি হিসেবে বেশ কিছু টাকাও চাওয়া হয়। তবে এই প্ররোচনায় কিন্তু একেবারেই পা দেবে না। কারণ যতদিন অবধি মাধ্যমিকের রেজাল্ট হাতে পাচ্ছ, ততদিন অবধি বৃত্তির জন্য আবেদন করতে পারবে না।

এমনকি রেজাল্ট পাওয়া মাত্রই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যতক্ষণ অবধি একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছো না, ততক্ষণ অবধি বৃত্তির জন্য আবেদন করা যাবে। কারণ স্কলারশিপে আবেদন করতে গেলে মাধ্যমিক পরবর্তী ক্লাসে ভর্তি হওয়ার রসিদ লাগবে। তাই জন্য এই সময়ে যদি কেউ স্কলারশিপের নাম করে টাকা নেওয়ার চেষ্টা করে তাহলে সতর্ক থাকবে। কোনও রকম প্ররোচনায় পা দেবে না।

আরও পড়ুনঃ সুখবর! শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, এখুনি করুন অ্যাপ্লাই

স্কলারশিপ নিয়ে সকল আপডেট!

মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরের একাধিক স্কলারশিপ নিয়ে আমাদের পেজে আপডেট দেওয়া হয়। লেটেস্ট আপডেট পেতে তাই অবশ্যই চোখ রেখো বাংলাহান্ট আপডেটসে।

Leave a Comment