কবে অ্যাকাউন্টে ঢুকবে ১০০০? এভাবে অনলাইনে নিজেই দেখুন নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস

পড়াশোনার পথে আর্থিক অনটন যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্ন স্কলারশিপের (Nabanna Scholarship) সূচনা করেছিলেন। এই বৃত্তির জন্য বহু দরিদ্র মেধাবী পড়ুয়ার পড়াশোনায় সুবিধা হয়েছে। যে সকল শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ৬০% বা তার কম তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক অনলাইন (Nabanna Scholarship Status Check Online)

প্রত্যেক বছরের মতো এই বছরও প্রচুর পড়ুয়া নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেছেন। কিন্তু আবেদন করলেই তো হল না, সেই আবেদন গ্রাহ্য হয়েছে কিনা সেটা জানাও জরুরি। তাই যে শিক্ষার্থীরা এই নবান্ন বৃত্তির জন্য আবেদন করেছেন তাঁরা কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন সেই পদ্ধতি এই প্রতিবেদনে তুলে ধরা হল।

পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন স্কলারশিপ : Nabanna Scholarship By West Bengal Government

কীভাবে নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে হবে?

অনলাইনে নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় তা স্টেপ বাই স্টেপ এই প্রতিবেদনে তুলে ধরা হল।

  1. নবান্ন স্কলারশিপে আবেদন করতে হলে প্রথমে https://cmrf.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. হোমপেজ আসার পর স্ক্রল করে একটু নীচে যেতে হবে। তাহলেই ‘Applicant Services’ অপশন দেখতে পাবেন। এরপর সেই অপশনে ক্লিক করলে ‘Check Application Status’ লেখা দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ খুলবে।
  3. নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার সময় যে ফোন নম্বর দিয়ে রেজিস্টার করেছিলেন, সেই নম্বরটি এরপর যথাস্থানে দিতে হবে।
  4. এরপর দেখবেন রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP এসেছে। সেটি ঠিকঠাক টাইপ করে দিতে হবে।
  5. এরপর নীচে ‘Security Code’ লেখা থাকবে। সেটা দেখে নির্ভুলভাবে ওপরের ঘরে লিখতে হবে।
  6. সবকিছু হয়ে যাওয়ার পর পর ‘Submit’ অপশনে ক্লিক করে জমা দিয়ে হবে। তাহলেই নিজের নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস দেখা যাবে। বৃত্তির জন্য দেওয়া আবেদন গ্রাহ্য হয়েছে কিনা, টাকা কবে ঢুকবে সেই সংক্রান্ত তথ্য দেখতে পাবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর, সবাই পাবে ১০০০০! কত নম্বর থাকলে করা যাবে আবেদন?

নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করার অনলাইন ওয়েবসাইট লিঙ্ক- এখানে ক্লিক করুন

প্রসঙ্গত, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যদি আবেদন গ্রাহ্য হয় তাহলে প্রত্যেক বছর ১০ হাজার টাকা করে পাওয়া যাবে। পূর্ববর্তী পরীক্ষায় ৫০%-৬০% নম্বর থাকলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়।

1 thought on “কবে অ্যাকাউন্টে ঢুকবে ১০০০? এভাবে অনলাইনে নিজেই দেখুন নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস”

Leave a Comment