শীঘ্রই ঢুকবে ওয়েসিস স্কলারশিপের টাকা, আপনি আবেদন করেছেন? এভাবে দেখে নিন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতে এমন বহু পড়ুয়া আছেন যারা স্কলারশিপের টাকায় পড়াশোনা করেন। দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করতে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একাধিক বৃত্তি। এমনই একটি স্কলারশিপ হল ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)। এই বৃত্তিটি অনেকের কাছে SC/ST/OBC Scholarship নামেও পরিচিত। সম্প্রতি সেই স্কলারশিপ (Scholarship Update) নিয়েই চলে এল একটি বিরাট আপডেট।

OASIS Scholarship 2024 Status

আপনি কি এই বৃত্তির (OASIS Scholarship) জন্য আবেদন করেছেন? কবে টাকা ঢুকবে এই চিন্তায় আছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ জানা গিয়েছে, এই বৃত্তির পেমেন্ট ফাইল জেনারেট (Payment File Generated) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে পড়ুয়াদের SMS-এর দ্বারা এই আপডেট জানানো হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীরা চাইলে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বর্তমান স্ট্যাটাস (OASIS Scholarship Status Check) দেখতে পারবেন।

OASIS Sscholarship Status Check

কত দিন পর টাকা ঢুকবে? (OASIS Scholarship Update)

স্কলারশিপের জন্য আবেদন করার পর থেকে কমবেশি প্রত্যেক পড়ুয়াই টাকা ঢোকার অপেক্ষায় থাকেন। কারণ বহু পড়ুয়ার পড়াশোনা এই বৃত্তির (OASIS Scholarship) ওপর নির্ভরশীল। তবে প্রত্যেকটি সরকারি প্রক্রিয়ার নির্দিষ্ট ধাপ আছে। আবেদনের পর বেশ কয়েকটি ধাপের দ্বারা ভেরিফিকেশন হয় এবং এরপর অনুমোদিত হয়।

আরও পড়ুনঃ উচ্চশিক্ষার পথে বাঁধা হবে না অর্থ, মোটা টাকার এই স্কলারশিপে আবেদন করলেই হবে মুশকিল আসান

সবকিছু ঠিকঠাক থাকলে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃত্তির টাকা ঢোকে।ওয়েসিস স্কলারশিপের ক্ষেত্রে কেন্দ্র (Central Government) এবং রাজ্য সরকার (State Government) দু’তরফ থেকে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। সেই জন্য আরও দু’টি ধাপের মধ্যে দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়াটি হয়।

প্রথম ধাপে আবেদনকারীদের নামে ফান্ড অ্যালট করা হয়। কেন্দ্রের তরফ থেকে যখন সেই পড়ুয়াদের নামে পেমেন্ট ফাইল জেনারেট করার অপশন দেখায়, তখন বোঝা যায়, এরপর যখন বৃত্তির টাকা ছাড়া হবে তখন সেই পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কেন্দ্রের মতো রাজ্য সরকারের কাছে বৃত্তির যে শেয়ার আছে সেই পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা কখন ঢুকবে সেটাও বোঝা যায় রাজ্যের তরফ থেকে পেমেন্ট ফাইল জেনারেট হওয়ার পর।

আরও পড়ুনঃ মিস হয়ে যাবে ৩৩০০০ টাকা! এখনই আবেদন না করলে আর পাবেন না এই স্কলারশিপগুলি

কীভাবে চেক করবেন? (How to Check OASIS Scholarship Status)

যে সকল আবেদনকারীর স্ট্যাটাস ইতিমধ্যেই অফিশিয়াল ওয়েবসাইটে https://oasis.gov.in/ অনুমোদিত হয়ে গিয়েছে তাঁদের এখন পেমেন্ট ফাইল জেনারেটের অপেক্ষা করতে হবে। তবে যাঁদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গিয়েছে তাঁদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা ঢোকার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হয়ে যাবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেক করার লিঙ্কঃ ক্লিক করুন

Leave a Comment