কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? OASIS স্কলারশিপ নিয়ে বড় আপডেট, ঝটপট দেখে নিন

পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী ওয়েসিস স্কলারশিপের (OASIS Scholarship) দ্বারা উপকৃত হয়েছেন। আপনিও যদি এই বৃত্তি পেয়ে থাকেন এবং রিনুয়ালের জন্য আবেদন করার কথা ভেবে থাকেন তাহলে একদম সঠিক প্রতিবেদন পড়ছেন। কারণ এই প্রতিবেদনে ওয়েসিস স্কলারশিপে আবেদন করার পদ্ধতি থেকে শুরু করে টাকা কবে পাওয়া যাবে- সকল তথ্য তুলে ধরা হয়েছে।

OASIS Scholarship-এর নতুন আপডেট

পশ্চিমবঙ্গের SC/ST/OBC পড়ুয়াদের জন্য চালু করা হয়েছে ওয়েসিস স্কলারশিপ। সম্প্রতি এই বৃত্তির রিনুয়াল আবেদন ডিলিট ও নতুন আবেদন সংক্রান্ত আপডেট সামনে এসেছে। যে সকল পড়ুয়ারা ওয়েসিস স্কলারশিপের রিনুয়ালের জন্য আবেদন করবে তারা চাইলে বৃত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারে। অনেক সময় দেখা যায়, ছাত্রছাত্রীদের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। যে কারণে সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। এছাড়াও শিক্ষার্থীরা প্রয়োজন পড়লে অন্যান্য তথ্যও পরিবর্তন করতে পারবে।

Scholarship for Higher Education

ওয়েসিস স্কলারশিপের তথ্যে যদি কিছু পরিবর্তন করার থাকে তাহলে পড়ুয়াকে প্রথমে নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন withdrawal করতে হবে। পুরনো অ্যাপ্লিকেশন তুলে নেওয়ার পর ফের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে।

আরও পড়ুনঃ কবে অ্যাকাউন্টে ঢুকবে ১০০০? এভাবে অনলাইনে নিজেই দেখুন নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস

OASIS Scholarship-এর জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ

এখনও পর্যন্ত ওয়েসিস স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ সম্বন্ধে অফিশিয়ালি কিছু বলা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, আগামী বছর জানুয়ারি মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন নেওয়া হবে।

OASIS Scholarship-এর টাকা কবে পাওয়া যাবে?

এমন অনেক ছাত্রছাত্রী আছেন যারা ওয়েসিস স্কলারশিপের টাকা ঢোকার অপেক্ষা করছেন। সেক্ষেত্রে বলে রাখি, প্রত্যেক বছর সাধারণত জানুয়ারি মাসের শেষ নাগাদ থেকে টাকা দেওয়া শুরু হয়। এই বছরও এর অন্যথা হবে না বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ অ্যাপ্লাই করলেই মিলবে কমপক্ষে ১০০০০! এখনই আবেদন করা যাবে এই স্কলারশিপগুলির জন্য

OASIS Scholarship-এর জন্য আবেদন করার পদ্ধতি

ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন অনলাইনে করতে হয়। তবে অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইনে জমা দিতে হয়। আপনি যদি এই প্রথম ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন তাহলে আবেদন পদ্ধতি দেখে নিন। নিম্নে সেই পদ্ধতি তুলে ধরা হল।

  1. নতুন আবেদনকারী শিক্ষার্থীকে প্রথমে https://oasis.gov.in/ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এরপর নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফর্ম ফিল আপ করুন এবং নিজের আইডি-পাসওয়ার্ড তৈরি করুন। এরপর সদ্য তৈরি হওয়া সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  3. লগ ইন করার পর আপনার সামনে একটি ফর্ম আসবে। এরপর যথাযথভাবে সেটি ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে দিতে হবে।
  4. সব কিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিন।
  5. এরপর একই সাইট থেকে নিজের ফিল আপ করার ফর্মের PDF ডাউনলোড করে নিন।
  6. এরপর সেই ডাউনলোড করার ফর্মের প্রিন্ট আউট বের করে নিন।
  7. এরপর ফর্মের নির্দেশ অনুসারে যথাস্থানে সই করুন এবং নিজের অভিভাবককে দিয়ে স্বাক্ষর করান।
  8. এরপর ফর্মের একটি পাতায় ব্লক সেক্রেটারিকে দিয়ে সই করিয়ে নিতে হবে।
  9. সবশেষে প্রয়োজনীয় নথি অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে।
  10. এরপর নিজের শিক্ষাপ্রতিষ্ঠান/কলেজ/বিশ্ববিদ্যালয়ে ওয়েসিস স্কলারশিপের আবেদনপত্র জমা নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ https://oasis.gov.in/

Leave a Comment