পড়ুয়াদের স্কলারশিপ দিচ্ছে PNB, মিলবে ৩০০০০ টাকা! দেরি না করে আজই করুন আবেদন

দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে সরকারের তরফ থেকে একাধিক স্কলারশিপ (Scholarship) চালু করা হয়েছে। এগিয়ে এসেছে বহু বেসরকারি সংস্থাও। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের হাউজিং ফাইন্যান্স দপ্তরের তরফ থেকে পেহেল ফাউন্ডেশন ও বিদ্যাসারথী পোর্টালের উদ্যোগে যেমন একটি বৃত্তি (PNB Scholarship) শুরু করা হয়েছে। যোগ্যতা অনুসারে পড়ুয়ারা বার্ষিক সর্বাধিক ৩০,০০০ টাকা অবধি পেতে পারেন। বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

PNB Housing Finance Protsahan Scholarship 2024

২০১৯-২০ সাল থেকে দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক হাউজিং ফাইন্যান্স দপ্তরের পক্ষ থেকে বৃত্তির (Scholarship) সূচনা করা হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

Private Scholarship for Students who want to do Higher Studies

আবেদনের যোগ্যতা (PNB Scholarship Application Eligibility)

উক্ত বৃত্তির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর কী কী যোগ্যটা থাকতে হবে দেখে নেওয়া যাক।

  1. মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। ডিপ্লোমা কোর্সে পাঠরত হলে সংশ্লিষ্ট বিষয়ে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
  2. আবেদনকারী পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম হতে হবে।
  3. আবেদনকারী ছাত্রছাত্রীকে বিএ, বিএসসি, বি.কম, বিসিএ-র মতো ফুল টাইম কোর্সে পড়াশোনা করতে হবে।
  4. প্রার্থীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

আরও পড়ুনঃ ২০,০০০ টাকা পাবে পড়ুয়ারা! দুর্দান্ত এই স্কলারশিপে আজই করুন আবেদন, দেখুন সম্পূর্ণ পদ্ধতি

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for PNB Housing Scholarship Application)

উপরিউক্ত স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে কী কী নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. পরিচয়পত্রের প্রমাণ।
  2. বাসস্থানের প্রমাণপত্র।
  3. পারিবারিক আয়ের প্রমাণপত্র।
  4. প্রারম্ভিক শিক্ষাবর্ষের রেজাল্ট।
  5. চলতি বছরের ফি-এর নোটিশ।
  6. শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার রসিদ।
  7. আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

আরও পড়ুনঃ প্রতিবছর ৬০০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ঘোষণায় আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

কোন বিভাগে কত টাকা বৃত্তি দেওয়া হবে (Scholarship Amount)

কোন শ্রেণীতে পাঠরত পড়ুয়া বার্ষিক কত টাকা পাবেন তা নিম্নে টেবিল আকারে তুলে ধরা হল।

আবেদন পদ্ধতি (How to Apply for PNB Scholarship)

উক্ত স্কলারশিপে আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীদের বিদ্যাভারতীর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ধাপে ধাপে রেজিস্ট্রেশন করতে হবে, যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে দিতে হবে।

স্কলারশিপ সম্বন্ধে বিশদে জানুনঃ ক্লিক করুন

আবেদনের লিঙ্কঃ ক্লিক করুন

Leave a Comment