উচ্চশিক্ষার পথে বাঁধা হবে না অর্থ, মোটা টাকার এই স্কলারশিপে আবেদন করলেই হবে মুশকিল আসান

এদেশে এমন অনেক ছাত্রছাত্রী আছেন যারা আর্থিক অনটনের সঙ্গে নিত্যদিন লড়াই করে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এহেন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে একাধিক স্কলারশিপ শুরু হয়েছে। এমনই একটি বৃত্তি হল সীতারাম জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship)।

এটি একটি বেসরকারি স্কলারশিপ (Scholarship)। এই বৃত্তির জন্য আবেদন করে পড়ুয়ারা বার্ষিক ৩৮,৪০০ টাকা পর্যন্ত পেতে পারেন। কীভাবে আবেদন করতে হবে? কারা আবেদন করতে পারবেন? কী কী নথিপত্র লাগবে? এই সকল বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Scholarship for Higher Education

Sitaram Jindal Scholarship 2024

বেঙ্গালুরু স্থিত একটি আন্তর্জাতিক ট্রাস্ট হল সীতারাম জিন্দাল ফাউন্ডেশন (Sitaram Jindal Foundation)। এর সংস্থার মাধ্যমে প্রত্যেক বছর হাজার হাজার পড়ুয়াকে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রধান করা হয়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুনঃ বাতিল হয়ে যাবে এই ব্যক্তিদের রেশন কার্ড! আপনার নাম নেই তো?

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Sitaram Jindal Scholarship Application Eligibility)

ভারতের স্বীকৃত কোনও বিদ্যালয় থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক স্তরে অধ্যয়নরত এবং অনুমোদিত কোনও বিশ্ববিদ্যালয় থেকে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি সহ পেশাগত কোনও কোর্সে পাঠরত পড়ুয়ারা সীতারাম জিন্দাল স্কলারশিপের (Sitaram Jindal Scholarship) জন্য আবেদন করতে পারেন।

  1. আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  2. আবেদনকারী পড়ুয়ার বাৎসরিক আয় ২ লাখ টাকা কম হতে হবে।
  3. ছাত্রদের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।
  4. ছাত্রীদের ক্ষেত্রে পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

আরও পড়ুনঃ পোস্ট অফিসের এই প্রকল্পে লক্ষ্মীলাভ গ্যারান্টি! হু হু করে বাড়বে মহিলাদের ব্যাঙ্ক ব্যালেন্স

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি (Required Documents for Sitaram Jindal Scholarship Application)

সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদনের সময় আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু নথির জেরক্স যুক্ত করতে হয়। উল্লেখ্য, এই জেরক্সগুলি প্রধান শিক্ষক/শিক্ষিকা দ্বারা ভেরিফাই এবং অ্যাটেস্টেড করা হতে হবে।

  1. পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট।
  2. SSLC/HSC রেজাল্টের জেরক্স (যদি জন্মতারিখ উল্লেখ করা না থাকে তাহলে জন্মতারিখের প্রমাণপত্র আলাদা করে দিতে হবে)।
  3. পারিবারিক আয়ের শংসাপত্র।
  4. প্রতিবন্ধী হলে উপযুক্ত শংসাপত্র।
  5. Annexure-VIII অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার রসিদ।
  6. Annexure-IV কিংবা Annexure-IX অনুযায়ী, হস্টেলারদের ক্ষেত্রে হস্টেলের ওয়ার্ডেন কিংবা বাসস্থানের মালিকের শংসাপত্র।
  7. সরকারি মেধা কোটার আওতায় ভর্তি হয়ে থাকলে তার শংসাপত্র।

কীভাবে সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করতে হবে? (Sitaram Jindal Scholarship Apply Process)

সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদনপত্র অফলাইনে জমা দিতে হয়। সেই পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে সীতারাম জিন্দাল স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
  2. প্রিন্ট আউট বের করতে হবে।
  3. যথাযথ তথ্য দিয়ে হাতের লেখায় আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. উপরিউক্ত নথিগুলি যুক্ত করতে হবে।
  5. সবকিছু হয়ে যাওয়ার পর স্পিড পোস্টের দ্বারা The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073 ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরও পড়ুনঃ স্বস্তির হাসি হাসবে দেশবাসী! নতুন প্রকল্পে ৩৬০০০ টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

আবেদন করার শেষ তারিখ (Sitaram Jindal Scholarship Application Last Date)

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের কোনও শেষ তারিখ নেই। সারা বছর ধরেই শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করে থাকেন। তবে আবেদনের পূর্বে মাথায় রাখতে হবে যোগ্যতা ও নূন্যতম নম্বর যেন থাকে শেষ পরীক্ষায়।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

আবেদনপত্র ডাউনলোডঃ ক্লিক করুন

Leave a Comment