দারুণ সুখবর, বেড়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের সময়! দেখুন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট

এদেশে এমন অনেক ছাত্রছাত্রী আছেন যারা আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালাচ্ছেন। এহেন দুঃস্থ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একাধিক স্কলারশিপ (Scholarship)। এগিয়ে এসেছে বহু বেসরকারি সংস্থাও। আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছি আমরা। কারণ সম্প্রতি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM Scholarship) আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

পশ্চিমবঙ্গে এমন অনেক ছাত্রছাত্রী আছেন যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM Scholarship) দ্বারা উপকৃত হয়েছেন। এই স্কলারশিপের সৌজন্যে তাঁরা নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। তবে এমনও অনেক পড়ুয়া আছেন যারা হয়তো এই বৃত্তিতে আবেদন করতে চান কিন্তু এখনও অবধি তা করে উঠতে পারেনি। তাই এবার এই স্কলারশিপে (Scholarship) আবেদনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, SVMCM Scholarship Portal

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের মেয়াদ বৃদ্ধি (SVMCM Scholarship Application Last Date Extended)

এই রাজ্যে প্রচলিত অত্যন্ত জনপ্রিয় একটি বৃত্তি হল SVMCM। প্রত্যেক বছর অগুনতি পড়ুয়া এই বৃত্তির জন্য আবেদন করেন। মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠায় বিকাশ ভবন। সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM Scholarship) আবেদন এখনও চলবে। আগামী ৩১ মার্চ অবধি ছাত্রছাত্রীরা SVMCM বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ শীঘ্রই ঢুকবে ওয়েসিস স্কলারশিপের টাকা, আপনি আবেদন করেছেন? এভাবে দেখে নিন স্ট্যাটাস

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্যতা (SVMCM Scholarship Application Eligibility)

SVMCM স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারী পড়ুয়ার পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
  3. শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।
  4. অন্য কোনও সরকারি কিংবা বেসরকারি বৃত্তির জন্য সংশ্লিষ্ট পড়ুয়া আবেদন করতে পারবেন না।

আরও পড়ুনঃ উচ্চশিক্ষার পথে বাঁধা হবে না অর্থ, মোটা টাকার এই স্কলারশিপে আবেদন করলেই হবে মুশকিল আসান

প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য প্রচলিত এই বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ বৃদ্ধি করে আগামী ৩১ মার্চ করা হয়েছে।

Leave a Comment