সুখবর! শুরু হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, এখুনি করুন অ্যাপ্লাই

রাজ্যের পড়ুয়াদের জন্য সুখবর। প্রত্যেক বছরের মতো এই বছরও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদন শুরু হয়ে গেল। উচ্চমাধ্যমিক স্তর থেকে গবেষণারত পড়ুয়া, প্রত্যেকে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করতে হবে? কত যোগ্যতামান দরকার? স্কলারশিপে (Scholarship) কত টাকা পাওয়া যাবে? এই সব বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫ (Swami Vivekananda Scholarship 2024-25)

শিক্ষার পথে যাতে আর্থিক অনটন অন্তরায় না হয়, সেই জন্য কেন্দ্র (Central Government) এবং রাজ্য সরকারের (State Government) তরফ থেকে একাধিক স্কলারশিপ চালু করা হয়েছে। এই বৃত্তিগুলির মধ্যে অন্যতম হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship)। প্রত্যেক বছর অগুনতি ছাত্রছাত্রী এই বৃত্তির জন্য আবেদন করেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

SVMCM Scholarship Portal

আবেদনের যোগ্যতা (SVMCM Scholarship Application Eligibility)

  1. মাধ্যমিক স্তর থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  2. মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে কমপক্ষে ৭৫% নম্বর, স্নাতক ৬০% এবং স্নাতকোত্তর ৫৫% নম্বর থাকলে এই বৃত্তির জন্য আবেদন করা যায়।
  3. এই বৃত্তির জন্য অ্যাপ্লাই করতে হলে পড়ুয়াদের উচ্চশিক্ষা কিংবা প্রশিক্ষণ অনুসরণ করতে হয়।
  4. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ২,৫০,০০০ টাকার কম হতে হবে।

আরও পড়ুনঃ স্টুডেন্টরা আবেদন করলেই পাবে ১৫০০০টাকা! কিভাবে অ্যাপ্লাই করবেন নতুন এই প্রাইভেট স্কলারশিপে?

বৃত্তির পরিমাণ (SVMCM Scholarship Amount)

শ্রেণি বার্ষিক বৃত্তির পরিমাণ
উচ্চমাধ্যমিক ১২,০০০ টাকা
স্নাতক (কলা, বিজ্ঞান, বাণিজ্য বিভাগ) ১২,০০০-১৮,০০০ টাকা
স্নাতকোত্তর (MA, M.Sc, M.Com) ২৪,০০০-৩০,০০০ টাকা
স্নাতক ও স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং (B.Tech, BE, B.Arch, M.Tech) ৬০,০০০ টাকা।
পলিটেকনিক ডিপ্লোমা ১৮,০০০ টাকা।
মেডিক্যাল ও ফার্মেসি ডিগ্রি ৬০,০০০ টাকা।
বিএসসি নার্সিং (পশ্চিমবঙ্গ) ৬০,০০০ টাকা।
ডিপ্লোমা মেডিক্যাল কোর্স (ল্যাব টেকনিশিয়ান, প্যারা মেডিক্যাল) এবং GNM নার্সিং ১৮,০০০ টাকা।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for SVMCM Scholarship Application)

  1. আবেদনকারী পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর।
  2. পরিচয়ের প্রমাণপত্র (আধার কার্ড, ভোটার কার্ড)।
  3. বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট)।
  4. পূর্ববর্তী পরীক্ষায় পাশ করার রেজাল্ট এবং সার্টিফিকেট।
  5. পরিবারের ইনকাম সার্টিফিকেট।
  6. নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার রসিদ।
  7. ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স।

এছাড়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য আরও অন্যান্য নথি দরকার পড়তে পারে।

আরও পড়ুনঃ শিক্ষার পথে বাধা হবে না অর্থ, পড়ুয়াদের ২ লক্ষ টাকার স্কলারশিপ দিচ্ছে রিল্যায়েন্স ফাউন্ডেশন!

আবেদনের পদ্ধতি (How to Apply for SVMCM Scholarship)

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে www.svmcm.wbhed.gov.in যেতে হবে।
  2. হোম পেজে ‘রেজিস্টার’ লেখায় ক্লিক করতে হবে। বৃত্তি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্ক্রিনে ফুটে উঠবে।
  3. সেই তথ্যগুলি ভালোভাবে পড়ে ‘Proceed for Registration’ লেখায় ক্লিক করুন।
  4. রেজিস্ট্রেশন থেকে ক্যাটাগরি নিজের কোর্স বেছে নিন। এরপর ‘Apply for Fresh Application’এ ক্লিক করুন।
  5. আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে।
  6. যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  7. এরপর আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এটি পরবর্তীকালে লগ ইনের কাজে দরকার পড়বে।
  8. এবার এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  9. ড্যাশবোর্ড থেকে ‘Edit Profile or Application’ লেখায় ক্লিক করুন।
  10. সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। যথাযথ তথ্য দিয়ে সেটি পূরণ করুন।
  11. এরপর ‘Save and Next’ লেখায় ক্লিক করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  12. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিন।

স্কলারশিপ রিনিউয়াল (SVMCM Scholarship Renewal)

প্রত্যেক বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউ করা যায়। রিনিউয়াল করতে হলে আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। এরপর উপরের আবেদন প্রক্রিয়া অনুসরণ করুন বৃত্তি রিনিউয়াল করে ফেলুন। রিনিউয়ালের ক্ষেত্রেও আবেদনের যোগ্যতা একই থাকে।   

Leave a Comment