শিক্ষার পথে বাধা হবে না অর্থ, ১ লক্ষ টাকা পাবে শিক্ষার্থীরা! আজই আবেদন করুন এই স্কলারশিপে

ভারতের বিভিন্ন প্রান্তে প্রচুর দুঃস্থ, মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তাঁদের পড়াশোনার পথে যাতে আর্থিক অনটন বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা এবং NGO-এর তরফ থেকে স্কলারশিপ (Scholarship) দেওয়া হয়। টাটা কোম্পানির নামও রয়েছে সেই তালিকায়। দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহাজ্য করার জন্য স্কলারশিপ (TATA Scholarship) দেয় তারা।

TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩-২৪ (TSDPL Silver Jubilee Scholarship Program 2023-24)

টাটা স্টিল অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, আইটিআই নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তাঁদের ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। বলে রাখি, এই বৃত্তিতে বছরে ১ লাখ টাকা পাওয়া যায়।

টাটা স্কলারশিপে আবেদন করুন : TSDPL Silver Jubilee Scholarship Program 2023-24 apply procedure

TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রামে কারা আবেদন করতে পারবে?

  • আবেদনকারীকে জামশেদপুর, পান্তনগর, পুনে, কলিঙ্গনগর, ফরিদাবাদ, কলকাতা, চেন্নাই এবং টাডা শহর নিবাসী ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  • সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, আইটিআই নিয়ে পড়াশোনা করতে হবে। নিম্নলিখিত বিভাগে পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  1. নার্সিং।
  2. এমবিবিএস, বিডিএসের মতো স্নাতক স্তরের মেডিক্যাল কোর্স।
  3. প্যারা মেডিক্যাল কোর্স।
  4. যে কোনও বিশেষীকরণ ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে মেডিক্যাল কোর্স।
  5. ওয়েল্ডার, ইলেকট্রিক্যাল, নিরাপত্তি প্রভৃতি বিষয়ে ডিপ্লোমা এবং আইটিআই।

আরও পড়ুনঃ সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ABC Card! কীভাবে করবেন? ঝটপট দেখে নিন সেই পদ্ধতি

TSDPL Silver Jubilee Scholarship এ আবেদনের জন্য যোগ্যতা 

  • মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় অবশ্যই ৬০% নম্বর থাকতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক আয় ৫ লাখের ওপর হলে হবে না।
  • SC/ST, মহিলা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সুযোগ পাবেন।
  • ক্রীড়া সহ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত পড়ুয়ারা অগ্রাধিকার পাবে।

আরও পড়ুনঃ কবে অ্যাকাউন্টে ঢুকবে ১০০০? এভাবে অনলাইনে নিজেই দেখুন নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস

TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের পদ্ধতি

  1. প্রথমে Buddy4study ওয়েবসাইটে গিয়ে রেজিস্টারড আইডি দিয়ে লগ ইন করতে হবে। যদি রেজিস্টার না করা থাকে তাহলে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে।
  2. এরপর TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩-২৪ পেজে ক্লিক করতে হবে।
  3. এরপর ‘স্টার্ট অ্যাপ্লিকেশন’এ ক্লিক করে আবেদন করা শুরু করুন। যথাযথভাবে সকল তথ্য দিয়ে আবেদনপত্র ফিল আপ করুন। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
  4. সবশেষে দরকার হলে প্রিভিউ চেক করে সাবমিট করে দিন।

TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করার শেষ তারিখঃ ২৪-০১-২০২৪।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক 

Leave a Comment