কতদিন করা যাবে স্বামী বিবেকানন্দ ও ঐক্যশ্রী স্কলারশিপের জন্য নতুন আবেদন? দেখে নিন লাস্ট ডেট

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ (SVMCM Scholarship) ও ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) নিয়ে রয়েছে একটি বড় আপডেট। সম্প্রতি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের (West Bengal Minority Development and Finance Corporation) তরফ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বৃত্তির জন্য আবেদনের শেষ দিনক্ষণ ঘোষিত হয়েছে! অনেক পড়ুয়ার মনেই প্রশ্ন দেখা দিয়েছিল, কতদিন স্কলারশিপের (Scholarship) জন্য আবেদন করা যাবে এবং বৃত্তির টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। সেই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Last Date to Apply for SVMCM & Aikyashree Scholarship

২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এই বৃত্তির জন্য পড়ুয়াদের আবেদন করার শেষ তারিখ ছিল গত ১৫-০১-২০২৪। তবে সম্প্রতি রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের (WBMDFC) তরফ থেকে সেই দিন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পড়ুয়ারা চাইলে এখনও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। কতদিন পর্যন্ত স্কলারশিপে (Scholarship) আবেদন করা যাবে? চলুন দেখে নেওয়া যাক।

Last Date to Apply for SVMCM Scholarship and Aikyashree Scholarship

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Scholarship After Madhyamik)

মাধ্যমিক পাশ করা পড়ুয়ারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে (Post Matric Scholarship) আবেদন করেন। অন্যান্য বছর সাধারণত এই বৃত্তির জন্য আবেদন ফেব্রুয়ারি মাস অবধি চলে। তবে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, চলতি বছরের ৩১ মার্চ অবধি এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ শীঘ্রই ঢুকবে ওয়েসিস স্কলারশিপের টাকা, আপনি আবেদন করেছেন? এভাবে দেখে নিন স্ট্যাটাস

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship)

অনেক পড়ুয়ার মনেই প্রশ্ন রয়েছে, সাধারণ বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ (SVMCM Scholarship) বৃত্তির জন্য আবেদন কতদিন চলবে? এক্ষেত্রে বলে রাখা ভালো, যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু’টো তাই সাধারণ স্বামী বিবেকানন্দ বৃত্তির জন্যেও আগামী ৩১-০৩-২০২৪ তারিখ অবধিই আবেদন করা যাবে। তবে আগামী দিনে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে তা আরও বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ উচ্চশিক্ষার পথে বাঁধা হবে না অর্থ, মোটা টাকার এই স্কলারশিপে আবেদন করলেই হবে মুশকিল আসান

ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ (Last Date to Apply for Aikyashree Scholarship)

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়। তাই যারা যেকোনো পর্যন্ত আবেদন করোনি, তারা আবেদন করে ফেলো। যেমনটা জানা যাচ্ছে, ঐক্যশ্রী (Aikyashree Scholarship) বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখও ৩১-০৩-২০২৪।

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment