মিস হয়ে যাবে ৩৩০০০ টাকা! এখনই আবেদন না করলে আর পাবেন না এই স্কলারশিপগুলি

শিক্ষার পথে যেন অন্তরায় না হয় আর্থিক অনটন। ভারতে এমন বহু ছাত্রছাত্রী আছেন যারা হয়তো অভাবের কারণে পড়াশোনা (Education) বন্ধ করতে বাধ্য হয়েছেন। তবে এমনটা যাতে না হয় সেই জন্য দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকার একাধিক স্কলারশিপ (Scholarship) চালু করেছে। সেই সঙ্গেই এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং NGO-গুলি। পশ্চিমবঙ্গের (West Bengal) পড়ুয়াদের মধ্যে জনপ্রিয় এমনই কয়েকটি স্কলারশিপ হল ঐক্যশ্রী স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ।

প্রত্যেক বছর অগুনতি ছাত্রছাত্রী এই বৃত্তিগুলির জন্য আবেদন করেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে এই স্কলারশিপগুলির জন্য অ্যাপ্লাই করতে হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বহু ছাত্রছাত্রী এই বৃত্তিগুলির জন্য আবেদন করে টাকা পেয়ে গিয়েছেন। তবে এমনই অনেকে আছেন যারা এখনও আবেদন করতে পারেননি। এই পরিস্থিতিতে আবেদনের শেষ দিন (Last Date) নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল। সেই জন্য এবার কোন স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে তা আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।

ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ : Student Scholarships

ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)

গুঞ্জন শোনা যাচ্ছিল, ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩১ ডিসেম্বর ২০২৩। তবে এই গুঞ্জন ঠিক নয়। ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট জানতে হলে www.wbmdfc.org ওয়েবসাইটে গিয়ে ‘স্কলারশিপ’ লিঙ্কে ক্লিক করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট মারফৎ পাওয়া খবর অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রি-ম্যাট্রিকে আবেদনের লাস্ট ডেট ছিল ৩১ ডিসেম্বর ২০২৩। তবে তবে সংখ্যালঘু পড়ুয়াদের জন্য পোস্ট ম্যাট্রিক, SVMCM, মেরিট কাম মেন্স এবং TSP বৃত্তিতে আবেদন শেষ তারিখ হল ১৫ জানুয়ারি ২০২৪।

আরও পড়ুনঃ শিক্ষার পথে বাধা হবে না অর্থ, ১ লক্ষ টাকা পাবে শিক্ষার্থীরা! আজই আবেদন করুন এই স্কলারশিপে

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship)

ঐক্যশ্রী স্কলারশিপের মতো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ দিন হিসেবে উঠে এসেছিল ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখটি। তবে এই খবরও সঠিক নয়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার শেষ দিন এখনও ঘোষিত হয়নি। জেনারেল ক্যাটাগরির পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ দিন জানতে www.svmcm.gov.in সাইটে গিয়ে ‘হাউ টু অ্যাপ্লাই’ লেখায় ক্লিক করুন। এরপর স্ক্রল করে নীচের দিকে গেলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুনঃ কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? OASIS স্কলারশিপ নিয়ে বড় আপডেট, ঝটপট দেখে নিন

ওয়েসিস স্কলারশিপ (OASIS Scholarship)

এবার ওয়েসিস স্কলারশিপে আবেদনের লাস্ট ডেটটাও চলুন তাহলে জেনে নেওয়া যাক। অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এখনও এই বৃত্তির জন্য আবেদন করার শেষ দিন ঘোষিত হয়নি। তবে অনুমান করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি-মার অবধি ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

Leave a Comment